1. ahekram2006@gmail.com : ah ekram : ah ekram
  2. asadmd7195@gmail.com : JB Admin : JB Admin
  3. janatarbartabd@gmail.com : jb editor : jb editor
অসহায় মিস্তির বাড়িতে আগুন - দৈনিক জনতার বার্তা
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

অসহায় মিস্তির বাড়িতে আগুন

মোহাম্মদ রানা স্টাফ রিপোর্টারঃ লক্ষীছড়ি উপজেলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

গত কাল ১ই আগষ্ট রাত ১১ টায় লক্ষীছড়ি উপজেলার, ২ নং দুল্যাতলী ইউনিয়ন, এর মাগাইছড়ি গ্রামের, মুসলিম পাড়া নামক স্থানে একটি বসত বাড়িতে আগুন লেগে যায়।বাড়ির মালিক এর নাম মোঃ শাহজাহান, তিনি পেশার একজন রাজমিস্ত্রী, তিনি আনুমানিক ১ বছর আগে এই এলাকায় এসে বসবাস শুরু করেন।তিনি পেশায় একজন রাজমিস্ত্রী হলেও তার নিজের বাড়িটি ছিল ছনের তৈরি। তিনি সহ তার পরিবার ও তার সন্তান নিয়ে তিনি বসবাস করতে। গতকাল রাতে তাদের বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। বাড়িতে কেউ না থাকায় আগুন লাগার উৎস জানা যায় নাই।তবে ধারণা করা হচ্ছে যে কুপির আগুন থেকে লেগেছে এই আগুন।অতঃপর আগুন লেগেছে দেখে আশে পাশের লোকজন সবাই এসে আগুন নেভানোর চেষ্টা করে।অনেক চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হয় এলাকা বাসি।তবে শাহজাহান তার বাড়ি হারিয়ে অনেকটা ভেঙে পড়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© ২০২০ সমস্ত অধিকার সংরক্ষিত | দৈনিক জনতার বার্তা বিডি পরিবার
কারিগরি সহায়তায় রাফিউল ইসলাম