রাকিবুল ইসলাম (নারায়ণগঞ্জ) রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন আমলাব গ্রামে খেলার মাঠে মৎস্য চাষ করেছে গ্রামের যুবকরা। বর্ষার মৌসুমে তারা প্রতি বছরে খেলার মাঠে মৎস্য চাষ করে। আবার শীতের দিনে তারা মৎস্য দরে থাকে। শীতের দিনে এই মাঠে খেলা হয় বেটমিন্টন, ফুটবল, হাডুডু, দারিয়া কোট। তারপর এই মাঠে প্রতি বছরে বার্ষিক অনুষ্ঠান করা হয়ে থাকে। আমলাব গ্রামের যুবকরা মিলেমিশে ঐক্য হয়ে এলাকার মাঠকে আগলিয়ে দরে রেখেছে।
এই মাঠে মৎস্য চাষ করে অনেক গুলো মৎস্য দরেছে যেমনঃ শিং মাছ, কৈ মাছ, তেলাপিয়া মাছ, টাকি মাছ।
এইসময় মৎস্য দরার জন্য উপস্থিত ছিল নাঈম, রাব্বি, মন্টি, মকবুল, রিদয়, হাসান, রাজু, শাওন, রানা,