রাকিবুল ইসলাম (নারায়ণগঞ্জ) রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন আমলাব গ্রামে ১নং ওর্য়াডের মেম্বার পদপ্রাথী মোফাজ্জল হোসেন মিয়া (খোকন) তাকে নিয়ে আমলাব গ্রামের যুবকেরা একটি উঠান বৈঠক অনুষ্ঠিত করেন। আগ্রহি যুবকেরা এবং এলাকার কিছু মুরুব্বি, মোফাজ্জল হোসেন মিয়া (খোকন) এর কাছে তাদের এলাকার রাস্তা, গ্যাস আরও কিছু সমস্যা কথা বলেন। এলাকাবাসী বলেন বৃষ্টির দিন আসলে আমাদের রাস্তায় পানি উঠে যায় আমাদের এলাকার মানুষের চলাচল করতে সমস্যা হয়।
১নং ওর্য়াডের মেম্বার পদপ্রাথী মোফাজ্জল হোসেন মিয়া (খোকন) বলেন আমি আপনাদের রাস্তা, গ্যাস এবং যা যা সমস্যা আছে সব সমাধান করে দিব। এবং আপনারা আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি যেন আপনাদের সেবা করতে পারি ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন ১নং ওর্য়াড আমলাবর মোঃ আমানুল্লাহ, মোঃ জামাল, মোঃ শোফী, মোঃ হাশেম, মোঃ আল আমিন, মোঃ ইমরান, মোঃ ইসমাঈল, মোঃ মুন্না, মোঃ রানা, মোঃ ফাইজুল, মোঃ সামিম, মোঃ শাকিল, মোঃ রনি, মোঃ জুয়েল, মোঃ রাব্বি, মোঃ মন্টি, মোঃ রিদয়, মোঃ হাসান, মোঃ সোহেল, মোঃ আবির প্রমুখ।