চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “আমার গাড়ি নিরাপদ” লিফলেট বিতরণ করেন, কর্ণফুলী ট্র্যাফিক পুলিশ বক্সের টি আই মোঃ ফরহাদ।
তিনি দৈনিক জনতার বার্তা বিডি২৪ প্রতিনিধি কে জানান, “আমার গাড়ি নিরাপদ” চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে, নগরীর বিভিন্ন পয়েন্ট ও কর্ণফুলী এলাকায় কমিশনার মহোদয় নিদর্শনা মোতাবেক লিফলেট বিতরণ করছি।
মহানগরী এলাকায় চলাচলরত বৈধ কাগজ সম্বলিত সকল সিএনজি, অটোরিক্সার মালিক এবং ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ভেরিফাইড করা হবে।
মালিক এবং ড্রাইভারদের সকল তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা QR কোড এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। তাছাড়া পরবর্তীতে যাত্রীরা এই আইডি অথবা QR কোডটি স্ক্যান করে ড্রাইভার বা মালিকের সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে নগরীর আটটি স্হানে স্হাপিত বুথের মাধ্যমে সিএনজি চালিত অটোরিক্সার মালিক এবং ড্রাইভারের নিবন্ধন সম্পন্ন করা হবে। নগরীর আটটি স্হান হলো, টাইগারপাশ ট্রাফিক পুলিশ বক্স, নিউমার্কেট ট্রাফিক পুলিশ বক্স, বহদ্দারহাট ট্রাফিক পুলিশ বক্স, জিইসি মোড় ট্রাফিক পুলিশ বক্স, বাদামতলী ট্রাফিক পুলিশ বক্স, অলংকার ট্র্যাফিক পুলিশ বক্স, মইজ্জারটেক ট্রাফিক পুলিশ বক্স, সিমেন্ট ক্রসিং ট্রাফিক পুলিশ বক্স, সহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা অনুভূতি ছড়িয়ে দেওয়া।