সোলায়মান আহমেদ চাঁদপুর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটি অসংখ্য মানুষের অংশ গ্রহনের জনসভায় রুপান্তরিত হয়। ১৩ ডিসেম্বর রবিবার সন্ধায় আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লিয়াকত হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও আব্দুল মতিন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান পাটোয়ারী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে এই ইউনিয়নে পাঠিয়েছেন। আমি আপনাদের সন্তান, আমি নৌকা আপনাদের এনে দিয়েছি। এখন আপনাদের দ্বায়িত্ব নৌকাকে বিজয়ী করা।
আপনারা সকলে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে কাজ করবেন। আজ আমাদের মতবিনিময় সভায় আপনাদের উপস্থিতি প্রমান করে আপনারা আমাকে কতটা ভালবাসেন। আমার বিশ্বাস আপনারা ৫ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এ ইউনিয়নের নৌকার বিজয় উপহার দিবেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, স্থানীয় বিল্লাল হোসেন চৈয়াল,ইসমাইল হোসেন গাজি,রহিম ছৈয়াল,নাছির মাষ্টার ,হাইমচর উপজেলার আওয়ামীলীগ নেতা নজির কবিরাজ, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মানিক কবিরাজ, ইউপি সদস্য আলমগির হোসেন তহশিলদার, উপজেলা ছাত্রলীগ গাজি মোঃ সুজন,স্থানীয় মোঃ সাহজান মল্লিক। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আলামিন হোসেন।