ফারুক আহাম্মেদ, লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ইউএনওর বদলী ঠেকাতে রাজপথে নেমেছে হাজারো মানুষ ৫ জানুয়ারী ২০২২ সকাল থেকেই লক্ষীছড়ি উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে অংশ নেয় হাজারো পাহাড়ি বাঙালি, নবনির্বাচিত লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব প্রবিল কুমার চাকমার বক্তব্য তে উল্লেখ করে স্থানীয় দের মাঝে মানবিক ইউএনও হিসেবে পরিরিত খাগড়াছড়ির দু্র্গম লক্ষীছড়ি এই ইউএনও,
এলাকা বাসি জানায় সাধারণত একই ষ্টেশনে সকল উপজেলা ইউএনওর দুই বছর থাকার কথা থাকলেও লক্ষীছড়ি উপজেলা ইউএনওর বদলী হয়ে যায় তারো আগে মহেশখালী উপজেলায় তারা আরো বলেন ইউওনর ভালো কাজে ইর্ষান্নিত হয়ে প্রভাবশালী চক্র ইউএনওর বদলিতে মড়িয়া হয়ে ওঠে।
তারা আরো বলেন, লক্ষীছড়ি উপজেলা ইউএনও মহদয় আরো বেসকিছুদিন আমাদের মাঝে থাকুক স্যার আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকে কারণ তিনি একজন মানবিক ইউএনও