চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ ১০ইং ডিসেম্বর ৭৩তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে ইউনিটি ফর ইউনির্ভাস হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলা কমিটি আওতাধীন সকল কমিটি যৌথ উদ্যোগে আয়োজিত সংক্ষিপ্ত র্যালি, আলোচনার সভা ও সন্মাণনা প্রধাণ অনুষ্ঠিত হয়।
স্হান: শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট জামালখান, এতে প্রধান অতিথি ছিলেন, এত বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌ:মেয়র চ.সি.ক, উদ্ভোদক, জনাব লায়ন মো: হোসাইনুর জামান, যুগ্ম মহাসচিব -কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি, জনাব কবির আহম্মেদ , যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি, জনাব এম এ হালিম কো চেয়াম্যান চট্টগ্রাম জেলা কমিটি। মাহমুদা খানম মিলি মানবাধিকার চেয়ারম্যান ভোলা জেলা কমিটি, বিভিন্ন জেলা উপজেলা সহ কেন্দ্রীয় কমিটি UnityFor Universe Human Rights of Bangladesh Foundation আইন সহয়তা ও পরামর্শ সংস্হা।