মোঃ শামীম আহমেদ।
জনতার বার্তা।
ইয়ামিন আনান শামীমের নতুন দুইটা বই প্রকাশ করেছে উৎসব প্রকাশনী।
“ইনায়া”হলো একটা সাইকো থ্রিলার উপন্যাস।লেখক এই উপন্যাসে মেডিকেলের একটা কেবিন থেকে আপনাকে মনোজগৎতে নিয়ে যাবে।তিনি খুব সুন্দর করে কয়েকটা চরিত্র সেখানে ফুটিয়ে তুলেছেন।
পরের বইটি হলো ইলিকনের স্রোত এটি একটি কাব্যগ্রন্থ। লেখক বলেছেন একটা সময় উনার কবিতা তেমন একটা ভালো লাগতো না।তিনি কিছু পারস্য এবং ইতালিয়ান কবিতা পড়ে। কবিতার প্রেমে মুগ্ধ হন।এখানে তিনি প্রেম মোহ এবং সংসার বা তার বাইরের সব কিছু ফুটিয়ে তুলেছেন।
ইতিমধ্যে ইয়ামিন আনান শামীমের বই ২টি পাটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
ইয়ামিন আনান শামীম বলেন তিনি আরো ভালো ভালো বই উপহার দিতে চান তার পাঠকদের।
লেখকের প্রথম বই টোফ্রানিলের সাথে প্রেম সহ সবগুলো বই পাবেন বই মেলায় ৩২২-৩২৩ নং স্টলে বাংলার প্রকাশনে।