এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া সীমান্তে কক্সবাজার ৩৪ বিজিবি আমতলী ক্যাম্প বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন।
এ সময় তার নিকট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে রেজু আমতলী সীমান্তে এই ঘটনা ঘটে৷
নিহত মাদক কারবারি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডেইলপাড়া গ্রামের ছৈয়দ নুরের ছেলে মোঃ শাহজাহান (২৭)। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও দেশিয় তৈরি একটি অস্ত্র উদ্ধার করেন বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়ছেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান রেজু আমতলী সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অবস্থান নেয়, ইয়াবা কারবারি দেখতে পেয়ে তাদের থামানোর চেষ্টা করে কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান জানতে পেরে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহ জাহানকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন বিজিবি এই অধিনায়ক৷