সোলায়মান আহমেদ, চাঁদপুর প্রতিনিধিঃ
“আমাদের নেতা আমরাই নির্বাচন করবো” এ প্রতিপাদ্য স্লোগান নিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নির্বাচন শুরু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসার জি এম জহির জানান, দুপুর ১২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।
উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২১ এ সভাপতি পদে প্রার্থী হয়েছেন দৈনিক চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি মোঃ ফারুকুল ইসলাম, দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক আমাদের সময়, ইলশেপাড় ও চাঁদপুর রিপোর্ট হাইমচর প্রতিনিধি মোঃ সাহেদ হোসেন দিপু, চাঁদপুর কন্ঠ হাইমচর প্রতিনিধি সাজ্জাদ হোসেন রনি, দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন।
নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক জানান, শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করছি এ নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে।
তিনি আরও বলেন- সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ১৩ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।