লেখকঃ সাইফুল ইসলাম
এভাবেই কেটে যাবে; সাতশো কোটি বছর!
নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের সবটুকু অস্তিত্ব,
বদলে যাবে পৃথিবীর প্রত্যেকটা নিয়মকানুন;
আর সবকটা অনুভূতিতে মিশে যাবে ফরমালিন!
হয়তো এভাবেই কেটে যাবে, সাতশো কোটি বছর!
তলিয়ে যাবে আমাদের অসম্পূর্ণ প্রেমের গল্পটাও,
প্রতিনিয়তই জীবন পরাজিত হতে থাকবে মৃত্যুর কাছে ;
আর হৃদপিণ্ডের প্রকোষ্ঠ গুলোতে জমা হবে অভিমান!
এভাবেই কেটে যাবে, আরও সাতশো কোটি বছর!
পৃথিবী ভুলে যাবে তোমায়, আমায়, আমাদের-
জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে বেঁচে থাকা,
আর ডিপ্রেশনের করাল গ্রাসে মরে যাবে মস্তিষ্কের অগণিত নিউরন!
সাতশো কোটি বছরে হয়তো বদলে যাবে সবকিছু।
বদলাবে না কেবল, কাউকে ভালোবাসার অনুভূতি;
পৃথিবীর শেষদিন অবধি এই ভালোবাসা থেকে যাবে।
আর পৃথিবী ধ্বংস হলে?
ভালোবাসা হয়তো বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে গোটা মহাবিশ্বে; নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকবে আরও সাতশো কোটি বছর!
আর এভাবেই কেটে যাবে; সাতশো কোটি বছর!
কোটি বৎসরের বিপরীতে۔۔