কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের টেকপাড়ায় মাছের ঘেরে ঘুরতে গিয়ে ফয়সাল নেওয়াজ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলের দিকে টেকপাড়ার কাটির মাথায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ফয়সাল পশ্চিম টেকপাড়া সিকদার মহল এলাকার শফিউল আলমের ছেলে। সে চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ ফয়সালের সঙ্গে থাকা বন্ধু রাকিব জানান, বিকেলের দিকে তারা তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী মাছের ঘেরে ঘুরতে যান। এসময় পা ধোয়ার জন্য নিচের গর্তে নামতে গিয়ে পিছলে পড়ে যায় ফয়সাল। মুহূর্তের মধ্যে পানির ভেতরে তলিয়ে যায়। এরপর তাৎক্ষণিক রাকিব নেমে তাকে খুঁজলেও পায়নি।
স্থানীয় পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল জানান, মাছের ঘেরে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা ঘেরে নেমে অনেক্ষণ ধরে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে ফায়াস সার্ভিস দলকে খবর দিলে তারা এসে দেখে যান। কিন্তু ডু্বুরি না থাকায় পানিতে নামেনি।
রাত নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা মাছের ঘেরের পানিতে নেমে তল্লাশি চালাচ্ছেন।