মোহাম্মদ ইকবাল, কর্ণফুলি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার, কর্ণফুলি উপজেলাতে ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট অনুর্ধ্ব -১৫ কিশোর ফুটবল লীগ ২০২১
অংশগ্রহনকারী ফিরিঙ্গীবাজার লাকী ষ্টার ক্লাবের ফুটবল অনুশীলন এর উদ্বোধন এবং বড়উঠান ফুটবল ফেডারেশনের খেলোয়াড়দের সাথে পরিচিত লাভ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর। সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব। এবং কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমীর সভাপতি এম এ রহিম।
ম্যানেজার ফরহাদ হোসেন এবং বড়উঠান ফুটবল ফেডারেশনের পরিচালক মুহাম্মদ বাহার হোসেন এবং দলীয় কোচ মো:রাশেদুল ইসলাম
উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, কর্ণফুলির বড় উঠান সত্তর চেয়ারম্যান এর মাঠ প্রাঙ্গনে।
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানটি দিয়ে বড় উঠান ফুটবল ফেডারেশন এর
পরিচালক বাহার হোসেন খাঁন সকল ফুটবলারের প্রানে তাক লাগিয়ে দেয়, আর সকলকে খেলাধুলায় উৎসাহ দিয়ে বলেন, বড় উঠান ফুটবল ফেডারেশনের
লক্ষ্য উদ্দেশ্য হলো কর্ণফুলিকে একটি আদর্শ ফুটবলনগরী হিসেবে গড়ে তোলা।