শেখ আবদুল্লাহ, আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসে এ যাচাই-বাছাই কার্যক্রম চলে বিকাল পাঁচটা পর্যন্ত। কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন ১২ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী ২৪০ ও সংরক্ষিত আসনে প্রার্থী হলো ৪২।
মনোনয়ন পত্রে ঋণখেলাপীর কারণে বাদ পড়ে শুধু একজন শিকলবাহা ইউনিয়নের সংরক্ষিত মহিলা প্রার্থী।
সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে বাদ পড়েছেন সংরক্ষিত আসনের এক জন প্রার্থীর মনোনয়ন।
এদিকে, আগামী ০৬ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ০৭ ডিসেম্বর, আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।