স্টাফ রিপোর্টার, সাখাওয়াত হোসেন:
হোসেনপুরে ওয়ারেন্টভুক্ত ১৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আঃ জলিল (৫০), শফিকুল ইসলাম (৩০), এরশাদ মিয়া (৩০), মাসুদ মিয়া (৩০), মোঃ হেলিম মিয়া (৪৫), বাদল মিয়া (৩৩), মোঃ রুবেল মিয়া (৪০), মোঃ সাব্বির মিয়া (১৮), মোঃ আঃ হেলিম (৬০), আঃ বারিক (৪৫), মোছাঃ স্বপ্না আক্তার (৩৮), মোছাঃ মরিয়ম (২৪), মোছাঃ হোছনা বেগম (৩০)। তবে বিজ্ঞ আদালতের রিকলে তিনজন আদালতে প্রেরণের আগেই মুক্তি পেয়ে যায়।
জানা যায়, হোসেনপুর থানার অফিসার ইন চার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ পরিদশর্ক (তদন্ত) জয়নাল আবেদীনের নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এস আই আজিজুল হক, এস আই মাহবুবুর রহমান, এসআই রেজাউল করিম, এসআই আজহারুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, এএসআই আলমগীর হোসেন, এএসআই হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় হোসেনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেন। আসামিগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামি ছিল।
উল্লেখ যে, গত ১ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন হোসেনপুর থানায় যোগদান করেন। এরপর থেকেই তার বিচক্ষণতায় হত্যা মামলার পলাতক আসামিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতার হচ্ছে। একরাতেই তেরো জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার যা বিগত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।