নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের টিকা নিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড় দেখা গেছে। এসময় মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি। মানুষের গাদাগাদিতে অনেকেই কোভিড-১৯ টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন বলে জানান স্থানীয়রা। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
কুমারখালীতে গত মাসের ১৩ তারিখ থেকে করোনা ভাইরাসের টিকাদান শুরু হলেও প্রতিদিনই হাসপাতালে বিপুল সংখ্যক টিকাগ্রহনকারীদের সমাগম হচ্ছে। স্বাস্থ্য বিধি না মানলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেন না।
অপরদিকে টিকাগ্রহনকারীদের অনেকেই জানান সকাল ৯ টা থেকে টিকা প্রদান শুরু হয় তারা অনেকেই সকাল ৮ টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন টিকা নেবার জন্য।