মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা বাসষ্টান্ডে
টোল আদায় কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জোড়া খুনের মামলার প্রধান আসামী সোহাগ (৩০)গ্রেপ্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মঈন উদ্দিন আহম্মেদ।
তিনি জানান, গত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ঢাকার কলাবাগান এলাকা থেকে সোহাগ কে গ্রেপ্তার করতে সক্ষম হই।
হত্যা মামলার এজাহার ভূক্ত ৮ জন আসামীর ভিতর ২ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় ৮ জন ও অজ্ঞাত ৫/৬ জন আসামী রয়েছে।
বাকী আসামীদের অতি দ্রুত আমরা গ্রেপ্তার করতে পারবো বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মঈন উদ্দিন আহম্মেদ।