মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
২৬মে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে পৌর পাঠাগার মিলনায়তনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনার রশিদ এর সভাপতিত্বে ও পৌরসভার প্যানেল মেয়র (২) ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সোহেল আরমান,২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাজেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রত্মা পারভিন সহ পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগের নেতাকর্মী, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধিজন।