মোঃ ফারুক আহাম্মেদ, লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দা শানু মুসুল্লি (৪৫) নামক এক ব্যক্তি ব্যবসায়ীক কাজে লক্ষীছড়ি উপজেলায় এসে হারিয়ে গেছেন বলে জানা যায়।
গত ১২ অক্টোবর ভাঙ্গাড়ী ব্যবসার উদ্দেশ্যে আসেন লক্ষীছড়ি উপজেলায় ছেলে মো:জাকিরের সাথে শেষ কথা হয় তখন তিনি ছিলেন ধুরুন খাল নামক একটি স্থানে। এর পর থেকে তার সাথে আর কোনো কথা বলা হয়ে ওঠেনি। ছেলে জাকিরের বন্ধ রয়েছে তার হাতের মোবাইল ফোন টিও, নানা ভাবে তার সাথে যোগাযোগ করার চেস্টা করেও ব্যর্থ হয়েছে তার পরিবারের লোকজন।
এখন ছেলে জাকির এবং তার পরিবার ফিরে পেতে চায় বাবা শানু মুসুল্লি কে, এইদিকে লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধিদের এবং প্রশাসনের সাহায্য কামনা করছেন ছেলে জাকির তার বাবা কে ফিরে পাওয়ার আশায়।