রাকিবুল ইসলাম (নারায়ণগঞ্জ) রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ গোলাকান্দাইল ইউনিয়ন ১ নং ওয়ার্ড ২৮/১১/২০২১ই ১নং ওয়ার্ড পইরাভ ও পোনাব এলাকায় ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ জাহিদ হাসান ভুঁইয়া ভোটারদের কাছে তাদের কি কি সমস্যা তা বিস্তারিত জানতে পইরাভ ও পোনাব এলাকায় যান এবং মোরগ মার্কা প্রতীক এ ভোট দাবি করেন।
এসময় এলাকাবাসী ও ভোটারা ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ জাহিদ হাসান ভুঁইয়ার কাছে বলেন গত ১৫ বছর আমার কোনো বিধবা বার্তা, বয়সক বার্তা, ১০ টাকা কেজি চাউলের সিলিপ এগুলো কোনটাই আমরা পাইনি এবং রাস্তা ও গ্যাস এর উন্নয়ন হয়ে নাই। এলাকাবাসী আরও বলেন ১৫ বছর দরে যে মেম্বার আমাদের এলাকার উনাকে নির্বাচন ছারা তার মুখ আমরা দেখিনা এছাড়া আমাদের এলাকার কোনো খবর রাখে না।
এরপর ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ জাহিদ হাসান ভুঁইয়া বলেন আপনার ১৫ বছর একজন কে ভোট দিয়েছেন কোনো সুফল আপনারা পাননি একবার আমাকে সেবা করার সুযোগ দিন, মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সমস্যা সমাধান করব ইনশাল্লাহ।