মোঃ রাতুল মিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্ৰী কলেজের পাশের সরবর নামক স্থান থেকে মরদহটি উদ্ধার করা হয়। রিয়া খাতুন উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজি পাড়া গ্রামের হাসানুর রহমানের মেয়ে।
স্বজনরা জানায়, গতকাল শনিবার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় রিয়া খাতুন। এরপর থেকে মাইক প্রচারসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এরই মধ্যে রোববার দুপুরে ওইস্থানে বস্তাবন্দী মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
গোবিন্দগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যুর রহস্য উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে।
এঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছে এলাকাবাসী।