মোঃ রাতুল মিয়া, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের আন্দারপাড়া গ্রামের একটি গাছে আজাহার আলী (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মধুরভিটা নামক স্থানে গাছে ঝুলন্ত অবস্থায় আজাহার আলীর লাশ দেখতে পায় গ্রামবাসীরা।
পরে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে। আজাহার আলী একই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের তজমল হোসেনের ছেলে বলে জানা গেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে গ্রামবাসীদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজাহারের স্ত্রীকে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।