মোঃ রাতুল মিয়া,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে এক পথচারীও রয়েছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার ঘটনাস্থলে পৌছে আহত পাঁচজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার আরো দুইজনকে মৃত্যু ঘোষনা করেন।
গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে খোকন পিতা দুলাল চন্দ্র গ্রাম বর্ধনকুটিকে বগুড়া (শজিমেক) রের্ফাট করা হয়েছে।
নিহত পাঁচজন হলেন গোবিন্দগঞ্জ থানার পৌর সভার মধ্যপাড়ার সুজন-(৩০) পিতা সন্তোশ,রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের রিপন(৩৩) পিতা আব্দুল বাকী, টুকু আমিন (৬৫)সোহাগ(২২)আশরাফ(৬০)।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন ঘাতক বাসটিকে আটক করেছি তবে বাসের চালক হেলপার পালাতক রয়েছে।