মোঃ রাতুল মিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার তালতলা বাজার ঈদগাহ মাঠের জায়গা অবৈধ ভাবে দখলকারী ভূমিদস্যু সাইফুল পানার শাস্তি ও মাঠ কমিটির নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
১৫ জুলাই (শুক্রবার) বিকালে তালতা বাজারের গাইবান্ধা – কাউন্সিল বাজার রাস্তায় তালতলা বাজার ঈদগাহ মাঠ কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ গোলজার রহমান, সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সুমন, সাবেক সভাপতি মোঃ ফিরোজ কবীর, পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল রানা, এনামুল হক নয়ন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে মাঠ কমিটির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে পুলিশী হয়রানী করারও দাবী জানান তারা।