মোঃ রাতুল মিয়া,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে( ৩৭) বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় , গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষে চলমান পুলিশী তৎপরতার অংশ হিসাবে গোপন সূত্রে খবর পেয়ে ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে এসআই আব্দুর রহমানের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় রংপুর হতে শাহজাদপুরগামী মিম-ঐশি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এক দম্পতি স্বামী-স্ত্রী মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দম্পতিরা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আনন্দ বাজার (চড়ুয়াপাড়া) গ্রামের ফজর আলীর ছেলে মো. জিয়ারুল ইসলাম ওরফে জিয়ারু (৪২) এবং একই গ্রামের জিয়ারুল ইসলাম ওরফে জিয়ারু’র স্ত্রী মোছা. কুলসুল বেগমকে (৩২)।
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।