মোঃ রাতুল মিয়া, গাইবান্ধা উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন (৩৮) হত্যার বিচারের দাবিতে বন্ধু, স্বজন ও সুশীল সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ০৬ আগস্ট (জুমাবার) বেলা ৫ টা ৪০ মিনিটে গাইবান্ধার পাবলিক লাইব্রেরির সামনে এই মানবন্ধন এর আয়োজনের করা হয়।
জানা যায়, বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় ডেভিড কোম্পানি পাড়া নিবাসী শরিফের দোকানে আম কিনতে যায় লিখন। আম কেনার সময় শরীফের সঙ্গে বাকবিতণ্ডা হয় লিখনের। এ সময় লিখন বাড়িতে আম রেখে এসে শরীফের সঙ্গে আবারও কথা-কাটাকাটি হলে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়।
এরপর একই দিনে সন্ধ্যার দিকে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন মিলে লিখনকে মারপিট করে। এতে গুরুতর আহত হয় লিখন। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।