গাইবান্ধা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাঘাটার কিংবদন্তী রাজনীতিবিদ মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের স্বরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকালে প্রেসক্লাব সাঘাটার আয়োজনে উপজেলার সাঘাটা আধুনিক ডাকবাংলা হলরুমে মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের ছেলে বাবুলের আমন্ত্রণে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের পুত্র সাঘাটা উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি- বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাইবান্ধা জেলা শাখার সাবেক ছাত্রলীগ নেতা আহমেদুল কবীর বাবুল বলেন,আমি আমার বাবার দেখানো পথে ও তার রাজনৈতিক দূরদর্শিতা কাজে লাগিয়ে জনগণের সেবক হয়ে রাজনীতি করতে চাই।
ইফতারের পূর্ব মূহুর্তে প্রয়াত মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।