গাইবান্ধা প্রতিনিধিঃমোঃরাতুল মিয়া
গাইবান্ধার সদর উপজেলা রোড দক্ষিণ বানিয়ার জান ঈদগাহ মাঠের ৫ বছর মেয়াদী কমিটির গঠন ২০২২।
দীর্ঘ ৩০/৩৫ বছর পর,গাইবান্ধা সদর উপজেলা রোডস্ত পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অদ্য:বিকাল ০৪ ঘটিকায় দক্ষিণ বানিয়ার জান ঈদ গাহ মাঠের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন হলো।
উক্ত ঈদগাহ মাঠ কমিটির গঠন সভায়: সভার সভাপতি:৭নং ওর্য়াড কাউন্সিলর মোঃ আবু বক্কর সিদ্দিক স্বপন,উপস্থিত ও সঞ্চালনায় দক্ষিণ বানিয়ার জান ঈদ গাহ মাঠ কমিটির, মোঃএ,কে,এম, মাসুদুর রহমান জেমস, সভাপতি।
মোঃমনজু মিয়া,সাধারণ সম্পাদক এবং মোঃবাবু মিয়াকে ক্যাশিয়ার পদে উপস্থিত সকল মুসুল্লির সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে দক্ষিণ বানিয়ার জান ঈদ গাহ মাঠ কমিটি গঠন করেন।