মোঃ রাতুল মিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ
মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা জেলা হাসপাতালে র্যাব ১৩ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ, র্যাব-১৩ সিপিসি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, এএসপি ফয়সাল এবং র্যাব সদস্য ও সদর থানার পুলিশগণ।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে সক্রিয় (৮জন) দালাল সাথী বেগম, অর্চনা, রেনুবালা, ফাতেমা, আরেফা, মোমেনা, সুমি। সবাই গাইবান্ধা পৌর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবত এরা বিভিন্ন ক্লিনিক ও ডায়ানস্টিক সেন্টার এর পক্ষে সরকারি হাসপাতালে দালাল হিসেবে সক্রিয় ছিলেন। মোবাইল কোর্টে দোষস্বীকার করায় প্রত্যককে এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে, এছাড়াও শহরের (৩টি)) লাইসেন্সবিহীন আলমদিনা ডায়াগনস্টিক সেন্টার, ইসলাম ডায়াগনস্টিক সেন্টার, নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে (৫০০০)টাকা করে অর্থদন্ড প্রদান করা হয় ও ডায়গনস্টিক সেন্টার গুলো বন্ধ করে দেয়া হয়।