মোঃ সিফাত রানা, গোমস্তা পুর উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে আব্দুর রহমান (০৩) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে । সে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের সামাউল আলীর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে। তিনি বলেন,আজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে ওই গ্ৰামের পাশের মহানন্দা নদীতে বাবার সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। তারপর তাকে অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে।
ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কাশিয়াবাড়ী ঘাট থেকে আনুমানিক বিকেল ৪ টার দিকে মৃত্যু অবস্থায় শিশু আব্দুর রহমানকে খুঁজে পায়।