মোঃ সিফাত রানা, গোমস্তা পুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোনাবর উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিং কমেটির সদস্য পদে নির্বাচনে নির্বাচিত হয়েছেন ১/ মোঃহাবিবুর রহমান ১৪২ভোট২/মোঃ আব্দুল মমিন১৩৯ ভোট ৩/ মোঃ আসরাফুল১১৮ ভোট৪/ মোঃ জাকির হোসেন১০৭ ভোট
মহিলা সদস্য পদে ১/ জন মোসাঃ জাহেরা বেগম১৫৯ ভোটে নির্বাচিত হয়েছেন
তবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছ।
এসময় উপস্থিত ছিলেন সোনাবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ,মোঃ আঃ সামাদ ও সভাপতি মোঃ সাদিকুল ইসলাম এবং সাংবাদিক মোঃ সিফাত রানা সহ অন্যরা।