নিউজ ডেস্কঃ
অদ্য ১১ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ শনিবার দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ ছাইরাখালী এলাকা হতে ১। মোঃ ইমরান (২৬), পিতা-মোঃ নুরুল আলম, সাং-চরণদ্বীপ, (০৮ নং ওয়ার্ড) চিরিংগা ইউপি, ২। আঃ ছবুর (৩৫), পিতা-মোজাফ্ফর আহমদ, সাং-বুড়িপুকুর (০৪ নং ওয়ার্ড) চিরিংগা ইউপি, ৩। মোঃ জাহিদুল ইসলাম (মেম্বার) (৩৫), পিতা-মৃত মনুর আলম শিকদার, সাং-মানিকপুর (০১ নং ওয়ার্ড) সুরাজপুর-মানিকপুর ইউপি, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’দের হেফাজত হতে ০১ টি টেগার ফায়ার পিন ও রিলিজারযুক্ত দেশীয় তৈরী এলজিসহ প্রকাশ বন্দুক উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।