জনতার বার্তা ডেস্কঃ
চট্টগ্রামের অর্ধ-শতাধিকের বেশি গ্রামের আজ শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা। সৌদি আরবের সাথে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারও একদিন আগে ঈদ উল আযহার নামাজ আদায় ও পশু কোরবানি করছেন সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের মুরিদরা।
মির্জাখীল দরবার শরীফ ময়দানে সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মির্জাখীল দরবার শরীফের পীর ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান। এছাড়া সকাল ৮টায় জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন-উক্ত দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সৈয়্যদ মোহাম্মদ আলী মাদ্দা জিল্লুহুল আলী।
মির্জারখীল দরবারের সূত্রমতে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আজ ঈদ উল আযহা উদযাপন করবে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কঙবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জারখীল দরবার শরীফের মুরিদরাও আজ ঈদ কোরবানি করবে।
মির্জারখীল দরবার শরীফের মুরিদ ও মির্জারখীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী জানান, আমাদের পুরো গ্রামের মানুষ আজ ঈদ উল আযহা উদযাপন করবে। সকাল সাড়ে ৯টায় দরবার শরীফ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।