সোলায়মান আহমেদ, চাঁদপুর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারীর সার্বিক সহযোগিতা ও ভাষাবীর এম এ ওয়াদুদ এর ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষাবীর এমএ ওয়াদুদ ফাউন্ডেশন এর উদ্যােগে করোনা সুরক্ষা সামগী বিতরণ করা হয়েছে।
গতকাল (১ আগস্ট ) রবিবার সকাল ১০ টায় হাইমচর উপজেলা ২ নং উঃ আলগী ইউনিয়নের বাংলা বাজার, গাজীর বাজার, নয়ানী লক্ষীপুর সহ বিভিন্ন দোকানে ভাষাবীব এম এ ওয়াদুদ এর ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষাবীর এমএ ওয়াদুদ ফাউন্ডেশন এর উদ্যােগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই সুরক্ষা সামগ্রী বিতরন করেন।
সুরক্ষা সামগ্রী বিতরনের অংশ হিসাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,বিভিন্ন জীবানু নাশক স্প্রে বিতরন এবং সবাইকে টিকা নিতে উৎসাহী করেন।
এসকল কাজের নেতৃত্ব দেন ২ নং উঃ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া খান এইসময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, মোঃ রাজু খান, আল আমিন তালুকদার, মোঃ হাবিব পাটওয়ারী, রাকিব, মমিন কবিরাজ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।