সোলায়মান আহমেদ চাঁদপুর প্রতিনিধিঃ
আগামী ১১ই নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নে নৌকা মার্কা বিজয় সুনিশ্চিত করতে ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র নির্দেশে ১২নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবলীগের কর্মী সভায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাহিমুল ইসলাম শশীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সাবনু, প্রধান বক্তা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী, বিশেষ বক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন গাজী। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্বাদ বেপারী, ডাঃ লক্ষ্মণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাফাজ্জল হোসেন খান, হাবিবুল বাশার খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান মুকুট চৌধুরী। ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মিয়া (বাবু), সদস্য জাহিদ হাসান টিটু, মমিন খান, ইসলাম, কালাচাঁদ গাজী, রাসেল গাজী, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান রাজু পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাকসুদ উল্লাহ বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান বেপারী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া সহ ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। কর্মী সভায় সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ন কবির সুমন তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী খান জাহান আলী কালু পাটোয়ারীকে বিপুল ভোটে বিজয়ী করতে অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে এই ইউনিয়নের যুবলীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবলীগের কর্মী সভা শেষে চান্দ্রা বাজারে ভোটারদের সাথে নৌকা মার্কায় ভোট চেয়ে নেত্রীবৃন্দরা নির্বাচনী গণসংযোগ করেন।