মোঃ রফিকুল ইসলাম লাভলু, বিভাগীয় স্টাফ রিপোর্টার রংপুর বিভাগঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন বলে উঠেছে অভিযোগ উঠেছে। উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের ডাক্তারপাড়া এলাকার গোলাম রব্বানীর বসত ঘরে গত ২৩ জুলাই দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গত বুধবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজ এলাকা থেকে অভিযুক্ত আসামীর একজনকে আটক করেছেন চিরিরবন্দর থানা পুলিশ।
এ ব্যাপারে গত বুধবার সন্ধ্যায় চিরিরবন্দর থানায় মামলা দায়ের শেষে ১ জনকে আটক করে। গত ২৯ জুলাই বৃহস্পতিবার অ্যাসামীকে আদালতে প্রেরণ করেছেন পুলিশ এবং ডাক্তারী পরীক্ষার জন্য ওই গৃহবধুকে দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, “ধর্ষিতা গৃহবধূ তার সন্তানের জন্য বিস্কুট কিনতে ঐ এলাকার একটি দোকানে যায়। বিস্কুট কিনে ফেরার পথে প্রতিবেশী গোলাম রব্বানীর বসত ভিটার উঠানে আসলে গোলাম রব্বানী কৌশলে ঐ গৃহবধুকে তার বাড়ীতে ডেকে নিয়ে যায় সেখানে পূর্ব থেকে ওত পেতে ছিলেন মিন্টু নামে আরও এক ব্যাক্তি এরপর জোর পূর্বক পালাক্রমে ধর্ষন করেন”।
পরে ঐ গৃহবধু ঘটনাটি স্বজনদের জানালে তাদের পরামর্শে বুধবার সন্ধ্যায় মিন্টু ও গোলাম রব্বানীকে আসামী করে ধর্ষিতা গৃহবধু চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা দাঁয়ের করেন। মামলা হওয়ার পর তৎক্ষনাত গোলাম রব্বানী কে আটক করে পুলিশ। বৃহস্পতিবার আটক ধর্ষককে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে এবং ধর্ষিতা গৃহবধুকে ডাক্তারী পরিক্ষার জন্য দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।