বিনোদন ডেস্কঃ
টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে সিনেমায় নাম লেখিয়েই চমকে দিয়েছিলেন শবনম বুবলী! ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে তার অভিষেকটাও ছিল রাজকীয়। বুবলীর সেই রাজত্ব এখনো চলছে।
আজ ২০ নভেম্বর (শনিবার) এই নায়িকার জন্মদিন। সাইফ চন্দনের পরিচালায় ‘কয়লা’ সিনেমার শুটিংয়ে বর্তমানে সিলেটের জাফলংয়ে রয়েছেন বুবলী। সেখানেই কাটছে বিশেষ দিনটি। এদিন ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন দিনটি কীভাবে উদযাপন করছেন।
বুবলী বলেন, ‘জাফলংয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের দিকে খাসিয়া পল্লী এলাকায় আমাদের শুটিং চলছে। সেই শুটিংয়ের মধ্যেই গতকাল সন্ধ্যা থেকে বার্থ ডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছে, কেক পাঠাচ্ছে, ফুল পাঠাচ্ছে।
এই নায়িকা জানান, জন্মদিন উপলক্ষে এদিন রাত ১২টা বাজতেই ইউনিটের সবাই তাকে সারপ্রাইজ দিয়েছিলেন। শুটিং স্পটে মাত্র কেক কেটে, হৈচৈ করে হোটেলে ফিরেছেন। ফ্রেশ হচ্ছেন। এরমধ্যেই দেখেন আরও বিশাল আয়োজনে তার জন্য সারপ্রাইজ নিয়ে হাজির ‘কয়লা’র টিম। নায়ক নিবর, নির্মাতা সাইফ চন্দন, অভিনেতা রাশেদ মামুন অপু’সহ বাকিরা বেলুন, কেক, বার্থডে সেলিব্রেশন মিউজিকসহ চমকে দেন তাকে!