এইচ এম বাবুল আক্তার স্টাফ রিপোর্টারঃ
যশোরের মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সুফলভোগীদের প্রশিক্ষন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, জাতীয় সপ্তাহ-২০২২ উদযাপন কমিটি মণিরামপুর এর আয়োজনে সুফলভোগীদের মাঝে পানির বিভিন্ন প্যারামিটার পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মৎস্যসম্প্রসারণ কর্মকর্তা-তন্ময় চক্রবর্তী, ক্ষেত্র সহকারী-এম,এম, ফয়সল নেওয়াজ, ক্ষেত্রসহকারী-অলোক কুমার মল্লিক, অফিস সহায়ক- খাঁন মোঃ বাবলুসহ সুফলভোগী মৎস্য চাষীরা।
এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে লিফদের মাঝে পানির বিভিন্ন প্যারামিটার পরীক্ষার উপকরণ বিতরণের ফলে যশোর জেলার মণিরামপুর উপজেলায় নিরাপদ মৎস্য উৎপাদনে চাষীদের সহায়ক হবে এবং চাষীরা অধিক উৎপাদন নিশ্চিত করতে পারবেন।