মোঃআবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ঝিনাইদহ কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষার্থীদের মনোমুদ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানরে মধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুনেচ্ছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোঃ মোহামিনুল ইসলাম, কোটচাঁদপুর পৌর মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মইন উদ্দিন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি খাতুন, পৌর আওয়ামিলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী,শিক্ষক, সামাজিক সংগঠন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, থানা পুলিশের একটি চৌকস দল সহ আমন্ত্রিত অতিথি গণ।