মোঃআবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাঘডাঙ্গা গ্রামের সলেমান খানের সন্তান রিয়াদ(১৮) নামের যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যার অভিযোগে একই গ্রামের মৃতঃ মুকুল দাসের ছেলে মিলন দাস(২১) কে আটক করতে সক্ষম হয়েছে কোটচাঁদপুর থানা পুলিশ।
আজ ২৩/১২/২০২১ বৃহঃস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় কোটচাঁদপুর মডেল থানায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ
অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল)
আসামীর স্বীকারোক্তি দেয় যে হত্যাকান্ড টি সে একাই করেছে।আসামী রিয়াদ কে হত্যার কারণ হিসাবে বলে
৪-৫ মাস আগে আমার মা অঞ্জলি দাসের সাথে কোন একজন ব্যাক্তির অনৈতিক কর্মকান্ড রিয়াদ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এবং সেই ভিডিও সে অনেক মানুষকে প্রতিনিয়ত দেখাতে থাকে। রিয়াদ একটা ডেন্ডি নামক আটার নেশা করতো। গাঁজার নেশাও করতো।আমার মায়ের অনৈতিক কর্মকান্ডের ভিডিও আমাকেও দেখিয়েছে।
যার কারণে আমার প্রচন্ড রাগ হওয়ায় আমি পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনার দিন রিয়াদকে ঘটনাস্থলে নেশা করার জন্য ডাকি। রিয়াদ কে প্রচুর পরিমানে নেশা করিয়ে প্রায় অচেতন করিয়ে গাছি দাঁ দিয়ে এলোপাতাড়ি কোঁপাতে থাকি। এক পর্যায়ে রিয়াদ আমার থেকে ছিঁটকে দৌড় দিলে আমি পিছনে ধাওয়া করি। নেশার ঘোরে নদীর কিনারে পড়ে যায় রিয়াদ।
তার পর, দা দিয়ে আবার কোঁপাতে থাকি। মৃত্যু নিশচিত করে দ্রত স্থান ত্যাগ করি।