মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সংবাদ সংগ্রহ করার সময় পূর্ব শত্রুতার জেরে অনলাইন চ্যানেল “বর্তমান ঝিনাইদহ টিভি” র স্টাফ রিপোর্টার ও দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রংধনু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বাবলু মিয়া কে প্রাননাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সাংবাদিক বাবলু মিয়া উপজেলার বিদ্যাধরপুর গ্রামের সুন্নত আলীর ছেলে।
এ ঘটনায় জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক বাবলু মিয়ার পক্ষ থেকে মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, রবিবার (১২ই সেপ্টেম্বর ) কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু এমন সংবাদ সংগ্রহের জন্য উপজেলার রাজাপুর গ্রামে গেলে, উক্ত গ্রামের গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, আলীম উদ্দিন, মুছা মিয়া সহ অজ্ঞাতনামা আরও দশ বারোজন সংঘবদ্ধ হয়ে সাংবাদিক বাবলু মিয়া ওপর চড়াও হয়ে মারমুখি আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং এক পর্যায়ে প্রাননাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে সাংবাদিক বাবলু মিয়া বলেন, সংবাদ সংগ্রহের সময় আসামি গণের এমন আচরণে হতবাক হয়ে গেছি।
তিনি বলেন,আমি একজন আইনের লোক, আইন কে শ্রদ্ধা করি।
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের রোষানলে পড়তে হয়েছে। জীবন ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা বোধ করছি।
এমতাবস্থায় প্রশাসনকে বলবো সরেজমিনে যেয়ে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ ব্যাপারে মডেল থানার এসআই মনির বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি।আমরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।