মোঃআবু সুফিয়ান শান্তি, কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের ৪ নং ওয়ার্ডের কানা পুকুর পাড়া নামক এলাকার লালভানু বেগম (৬০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধি বৃদ্ধা নিখোঁজ হয়েছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা-মিডীয়াম। বৃদ্ধা মহিলা ওই এলাকার সফিকুল ইসলাম (সফু) আলম এর মাতা।
লালভানুর ছেলে আলম জানান, আমার মা”গত (২১ জুলাই) বুধবার সকালে বাসা থেকে মেয়ের বাড়ি ঝিনাইদহের সদরের কাশিমপুর যাবার উদ্দেশ্য বের হয়, আর ফিরে আসেনি।
ইতিমধ্যে তারা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলাতে পারিনি। এমনবস্তায় তিনি সকল স্বহৃদয় ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি আমার লালভানু কে কেও দেখে থাকেন বা খোজ পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত ০১৭৩৫-৫০৭৭৪৬ এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেন।