মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের নছর উদ্দিন তরফদার এর ছেলে আরাফাত হোসেন এনামুল (৩৪) কে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল ২৭ জুন সোমবার আনমানিক রাত ১১ টা ৩০ মিনিটে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়ার নির্দেশে,ঢাকা মেট্রো-চ-৫৩-৭৪-১৭ মাইক্রো গাড়িতে ফেন্সিডিল আসছে এমন সংবাদে এস, আই হায়াৎ মাহমুদ খাঁন ও সুব্রত রায় ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে থেকে- বাঁশবাড়িয়া ইউনিয়ন এর ভৈরবা পশ্চিম পাড়া গ্রামের এনামুল (৩৪) কে আটক করে।
এব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা জানান, আমার অফিসার গন জীবনের ঝুঁকি নিয়ে মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঝিনাইদহ জেলার মাননীয় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম স্যারের নির্দেশনায় মাদক উদ্ধারের কাজ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।