খেলাধুলাঃ
ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। জিম্বাবুয়ের হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা এর আগে টি-টোয়েন্টির চারটি বিশ্ব আসরে খেললেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের।
এবার সেই স্বপ্নের নাগাল পাওয়ার অভিযান শুরু হচ্ছে আজ থেকে। দুই গ্রুপ থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। এই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি দল আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে। কাল সেটিই হাতে পাওয়ার তাড়নার কথা শোনা গেল বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে, ‘বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে যাওয়ার এটিই সেরা সুযোগ আমাদের।
অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য যোগ হয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল আমাদের। জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে যে ছন্দটা আমরা ধরেছি, সেটি ধরে রাখতে পারলে আমরা নিশ্চিতভাবেই বহুদূর যাব।’