মোঃ রফিকুল ইসলাম লাভলু, বিভাগীয় স্টাফ রিপোর্টার রংপুরঃ
রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে আলু বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়রিন আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এসময় মোটরসাইকেলে থাকা তার স্বামী ও দুই সন্তান গুরুত্বর আহত হয়েছে। শনিবার (৭ মে) রাত সাড়ে( ১০) টার দিকে রংপুর-চৌধুরাণী-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের নাচনী ঘগেয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়রিন আক্তার সুন্দরগঞ্জ উপজেলার চৈতন বাজার এলাকার শাহীন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় শাহীন মিয়া তার স্ত্রী ও দুই শিশু সন্তানসহ মোটরসাইকেল যোগে রংপুরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে পীরগাছার চৌধুরাণী – সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘগেয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আয়রিন আক্তার তার স্বামী শাহীন মিয়াসহ দুই শিশু সন্তান গুরুত্ব আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে আয়রিন আক্তারের মৃত্যু হয়।
এঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করলে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখার মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি থানায় আটকে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।