রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের রূপগঞ্জে এম হোসেন কটন এন্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের ক্যামিকেলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
০৪ আগস্ট (বুধবার) বেলা ১২ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার ৪ শতাধিক শ্রমিক কাজ করতো। এটি একটি রপ্তানিমূখী কারখানা। লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল।
বেলা ১২ টার দিকে এম হোসেন কটন এন্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের ক্যামিকেলের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জলতে কারখানার অন্য ভবনের শ্রমিকরা ছুটাছটি করতে থাকে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা, ডেমরা, আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন। ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট। আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।