মোঃ নাজমুল হুদা, রংপুর বিভাগীয় প্রধানঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অতিবৃষ্টি ও পানির চাপে একটি সুরক্ষা বাঁধের কালভার্ট ভেঙে পড়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার কারণে এটি ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে বাঁধসহ কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ইউনিয়ন পরিষদ জানায়, পানিনিষ্কাশনের জন্য কালভার্টটি ২০২০-২১ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় নির্মিত হয়। নির্মাণের বছর না ঘুরতেই কালভার্টটি ভেঙে পড়েছে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিপাতের কারণে ওই এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যায়। আর অতিরিক্ত বর্ষণে পানির স্রোত বেশি হওয়ায় এবং কালভার্টের দৈর্ঘ্য-প্রস্থ কম হওয়া ও অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বাঁধসহ গভীর রাতে এটি ভেঙে পড়ে। এদিকে ওই কালভার্টের সংযোগ সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে আশপাশের বসবাসরত চলাচকারীরা। অনেকে এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করছে। তাই দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানান তারা।