নিউজ ডেস্কঃ
দেশের সব থানা ও কারাগারে প্রকৃত কয়েদিদের সনাক্তে আঙ্গুল ও তালুর ছাপ এবং চোখের মণি স্ক্যানিংয়ের মাধ্যমে বায়োমেট্রিক ডাটা পদ্ধতি চালুর বিষয়ে ১২ জানুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কারা মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগের সচিবকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।