দূরত্ব
লেখাঃ সুমাইয়া খাতুন
তুমি বলেছিলে দূরত্ব ভালবাসা বাড়ায়,
বলেছিলাম তুমি যেওনা!
তুমি তবুও দূরে গিয়েছিলে নীল মেঘের সীমান্ত দিয়ে।
আমি প্রহর গুন ছিলাম,তুমি ফিরবে-
তবে এসেছিলে তুমি সংক্ষিপ্ত কিছু বৃষ্টিস্নাত সময় নিয়ে।
আবার ও তুমি গেলে রামধনুর সাত রংয়ের দূরত্ব নিয়ে,
ভালবাসা বাড়াতে।
তাই এবার গুরুত্ব কমিয়ে-
মেঘ জমিয়ে অভিমান পুষে নিলাম আমি মনের ওপারে।
তুমি আবার এসেছিলে শ্রাবণের ঝিরিঝিরি বারিধারা নিয়ে,দূরত্ব রেখে ভালবাসতে।
কিন্তু আমি তোমায় এবার ফিরিয়ে দিয়েছিলাম
আশ্বিনের ঘোলাটে কাশফুল ভেবে!
কারণ আমি চাইনি,দূরত্ব নিয়ে তোমায় আগলে রাখতে!