চকরিয়া প্রতিনিধিঃ
নভেম্বর ২০২১ জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশ ও স্বপ্নতরী সেচ্ছাসেবী সংগঠন। রাত ৯ ঘটিকায় অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিট এ এই অনুষ্ঠান টি শুরু হয়, যা ১০ঃ৪০ মিনিটে শেষ হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বন্ধু সমবায় সমিতির সভাপতি ও সংগঠন প্রিয় ব্যক্তিত্ব জনাব রহিম উল্লাহ উপল এবং স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশ এর সমন্নয়ক জনাব পিন্টু মল্লিক, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আরিফ উল্লাহ।
সভার শুরুতে স্বপ্ন তরী সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষে মোঃ মাইন উদ্দিন, বাধন কক্সবাজার সরকারি কলেজ ইউনিট এর পক্ষে আবুল হাসেম এবং স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশ এর পক্ষে এনামুল হক তাদের সংগঠন সম্পর্কে বিভিন্ন বিষয় সকলের সামনে তুলে ধরেন।
স্বপ্ন তরী সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মোহাম্মদ রিয়াজ বলেন,
২০২১জাতীয যুব দিবসের প্রতিপাদ্য –
দক্ষ যুব দক্ষ দেশ।
বঙ্গবন্ধুর বাংলাদেশ।
যুব দিবসের প্রতিপাদ্য বিষয় কে আমরা যদি গভীর ভাবে অনুভব করি তাহলে আমাদেরকে দক্ষজনবলে রুপান্তর করে উদ্দোক্তা তৈরী করা ও জনশক্তি রপ্তানির দিকে ইঙ্গিত করে যা বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি উৎকৃষ্ট সিদ্ধান্ত।
জাকিয়া সুলতানা তৃষা বলেন, যুব সমাজকে অতীত কে নিরীক্ষন করে অভিজ্ঞতার আলোকে বর্তমানকে পর্যবেক্ষণ করে সুন্দর রূপরেখার কাঠামো মাথায় রেখে বর্তমানকে ভবিষ্যতের জন্য সোনালী ফসলরুপে তৈরী করতে হবে।
জনি দাস বলেন আমাদের যুব সমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে অন্যথায় তারা অন্যপথের পথিক হয়ে যাবে।
ফয়সাল ফাহিম বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজ তথা ছাত্রসমাজের প্রতি মনোনিবেশ করা খুবই প্রয়োজন। কারন যুব সমাজের সংখ্যাগরিষ্ঠ ই শিক্ষার্থী গন। তাই তাদের দক্ষতা বৃদ্ধি ও সহায়তায় উক্ত সংগঠনগুলো এগিয়ে আসবে বলে আশা করি।
পিন্টু মল্লিক বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ।
তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের অতিথি জনাব রহিম উল্লাহ উপল সকলকে অসংখ্য ধন্যবাদ জানান এবং বলেন, বর্তমানে সারা বিশ্বে উন্নয়নের চাবিকাঠি হিসেবে যুবদের অবদান লক্ষ্য নিয়। যুবদের আরো বেশি করে কর্মমূখী শিক্ষা, ক্রীড়া সহ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে যুবদের দূর্নীতি, মাদক সহ সকল অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে পারলে বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে৷
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শেখ আহমেদ, সামিরা আলম, রিচি মনি, রাফিয়া সুলতানা, হুমাইরা, আঁখি, রেহনুমা জান্নাতসহ আরো অনেকে।